নভেম্বর ২২, ২০২৪

শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪

কুবিতে ঈদে মিলাদুন্নবী (স) ও জুলাই বিপ্লব স্মরণে সেমিনার আয়োজন

Rising Cumilla.Com - Organized seminars to commemorate Mila Dunnabi (PBUH) and July Revolution in Cumilla University
ছবি: প্রতিনিধি

গাউসিয়া কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স)ও জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে সেমিনার ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হল রুমে এ অনুষ্ঠানে আয়েজন করা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড মো. হায়দার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিসুল ইসলাম ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে আঞ্জুমান রিসার্স সেন্টারের সদস্য সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দীন আজহারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সৈয়দ তৈয়্যব শাহ ১৯৮৬ সালে গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। এটি একটি সমাজ সংস্কার মূলক অরাজনৈতিক আন্দোলন।