কিছু দিন হলো বিয়ে সেরেছেন। যেতে পারেননি মুধচন্দ্রিমাতেও। তারমধ্যে আশুতোষ গোওয়ারিকরের একটা সিনেমাও ছেড়ে দিলেন তিনি।
প্রযোজনায় একটি ছবিতে নায়িকা হওয়ার কথা ছিল কিয়ারার। এ দিকে শোনা যাচ্ছে, নতুন নায়িকা খুঁজছেন প্রযোজক। কিয়ারার বদলে কাউকেই নাকি পছন্দ হচ্ছে না তার।
আশুতোষ ২০২০ সালে ঘোষণা করেছিলেন সেই নতুন কাজের কথা। যদিও গত বছর অক্টোবরে রটে যায়, কিয়ারা চুক্তি ভেঙে বেরিয়ে গিয়েছেন।তখন শোনা গিয়েছিল- চরিত্রে নাকি ভালো মানাচ্ছিলেন না কিয়ারা। বাণিজ্যের খুঁটিনাটি বুঝে একটি গোটা সিনেমা নিজের মতো করে করা তার পক্ষে সম্ভব হয়নি। সেই সঙ্গে শুটিংয়ের সময়সূচি নিয়েও সমস্যা দেখা দিয়েছিল।
কিয়ারা এই ছবির কাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর আরও অনেক অভিনেত্রীই নাকি নায়িকা হওয়ার জন্য আবেদন করেছিলেন। অডিশন হয়েছে, কিন্তু এখনও অবধি কাউকে কিছু জানানো হয়নি।কথা ছিল চলতি বছরের শুরুতেই ছবির শুটিং শুরু হবে, কিন্তু নায়িকার অভাবেই নাকি কাজ এখনো শুরু করছেন না।