ঈদ মানেই আনন্দ আর ঈদের আনন্দকে দ্বিগুন করতে পলাশ এবং ইভানের কিডনি নাটক নিয়ে আছে। নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি এবং প্রযোজনা আকবর হায়দার মুন্না।
অমি জানালেন,নাটকের নাম কিডনি হলেও ভরপুর কমেডি থাকবে। আমাদের এমনও প্রত্যন্ত গ্রামাঞ্চল আছে, যেখানকার মানুষরা অতি সহজসরল। তাদের ভুল বুঝিয়ে একটি চক্র কিডনি কেনাবেচা করে। সেইসব সত্য ঘটনার ছায়া অবলম্বনে বানিয়েছি ‘কিডনি’।
অমি আরো বলেন,বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্ট-এর শিল্পীরা।কিডনি’ ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে। চ্যানেল আইতে প্রচারের পর ঈদের দিন সন্ধ্যায় ক্লাব ইলিভেন ইউটিউবে যাবে ‘কিডনি নাটকটি।