ডিসেম্বর ১৪, ২০২৪

শনিবার ১৪ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় কাপড়ের রঙ মিশিয়ে মিষ্টি তৈরি: ৬ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

কুমিল্লায় কাপড়ের রঙ মিশিয়ে মিষ্টি তৈরি: ৬ প্রতিষ্ঠানকে জ‌রিমানা
কুমিল্লায় কাপড়ের রঙ মিশিয়ে মিষ্টি তৈরি: ৬ প্রতিষ্ঠানকে জ‌রিমানা। ছবি: সংগৃহীত

আজ সোমবার (১৫ মে) কু‌মিল্লা দাউদকা‌ন্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কু‌মিল্লা।

মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, অনুমোদনহীন পণ‌্য ফার্মেসীতে বি‌ক্রি, প্রতিশ্রুত পরিমাণে লিচু সরবরাহ না করা, অনুমোদনহীন কসমে‌টিকস ইচ্ছেমা‌ফিক দাম বসিয়ে বি‌ক্রি এবং মিষ্টিতে ক্ষ‌তিকারক কাপড়ের রং মেশানোর মতো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এ সময় ২০০ গ্রাম কাপড়ের রং ও ২০ প‌্যা‌কেট মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিক্তার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম।

বেলা সাড়ে ১১টা থেকে সহকারী পরিচালক মো: আসাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ তদার‌কি অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেকটর ইসরাইল হোসেন ও পুলিশের এক‌টি টিম উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।