সবুজ গাউন পরে কান চলচ্চিত্র উৎসবে উদ্বাধনীর দিনে সকলের নজর কেড়েছেন সানি লিওন। সানি লিওন একেক পর এক গাউন পরে কান উৎসবে মাতিয়ে রেখেছেন।
৭৬তম কান ফিল্ম ভেস্টিভ্যালের জাঁকজমকপূর্ণ আসরে অভিষেক হয় সানি লিওনের। সানি লিওন তার স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে কান উৎসবে আসেন। এবং তিনি উদ্ধোধনীর দিনে সবুজ গাউন পরে। তারপরে গোলাপি রঙের গাউন পরে সকলকে তাক লাগিয়ে দেন। সবশেষে লালগালিচায় তাকে মেরুন রঙের গাউনে দেখা গিয়েছে।
ইনস্টাগ্রামে কাশ্যপের সঙ্গে ছবি শেয়ার করে সানি লিওন লিখেছেন, “আমাদের সিনেমা ‘কেনেডির সব টিকিট মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়। ভীষণ গর্বিত! যে কারণে ‘কেনেডি’র গোটা টিম উচ্ছ্বসিত।” মধ্যরাতে উদ্যাপনের সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে সানি লিওন জানান, ‘শৈশব থেকেই আমি ভাবতাম, কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার মুহূর্ত কেমন হবে। আমার সৌভাগ্য যে, এবার আমার সিনেমা এখানে দেখানো হবে। আমি রেড কার্পেটে হাঁটব। আমার তো বিশ্বাসই হচ্ছে না। যখনই মনে করছি, খুশিতে চোখে জল চলে আসছে।’