সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

কানাডায় ধর্মঘটে যাচ্ছে দেড় লাখেরও বেশি সরকারি কর্মচারী

কানাডায় ধর্মঘটে যাচ্ছে দেড় লাখেরও বেশি সরকারি কর্মচারী
কানাডায় ধর্মঘটে যাচ্ছে দেড় লাখেরও বেশি সরকারি কর্মচারী। ছবি: সংগৃহীত

কানাডায় বুধবার থেকে ১ লাখ ৫৫ হাজারেরও বেশি সরকারি কর্মচারী ধর্মঘটে যাচ্ছে। মজুরি ও অন্যান্য দাবি নিয়ে সরকারের সাথে সমঝোতা না হলে তারা এ ধর্মঘট শুরুর সিদ্ধান্ত নিয়েছে। তাদের ইউনিয়ন সূত্রে সোমবার এ কথা জানা গেছে।

কানাডার রাজস্ব সংস্থাসহ ২০টিরও বেশি দপ্তরের এসব কর্মচারী ২০২১ সাল থেকে চুক্তি ছাড়াই কাজ করছে। তারা গত সপ্তাহে ধর্মঘটে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে।

পাবলিক সার্ভিস এলায়েন্স অব কানাডার (পিএসএসি) ন্যাশনাল প্রেসিডেন্ট ক্রিস অ্যালওয়ার্ড বলেছেন, অন্যান্য কর্মচারীর মতো তারাও ন্যায্য মজুরি ও সুন্দর কর্মপরিবেশ চায়। আলোচনার টেবিলে কিছু অগ্রগতি হলেও আমাদের সদস্যরা অব্যাহতভাবে পিছিয়ে থাকায় হতাশ হয়ে পড়েছে।

পিএসএসি প্রেসিডেন্ট বলেন, আমরা দু’বছর ধরে আলোচনা চালিয়ে যাচিছ। কর্মচারীরা আর অপেক্ষা করতে চায় না। তাই আমরা সময় বেঁধে দিয়েছি।

উল্লেখ্য, মঙ্গলবার রাত নয়টার মধ্যে সমঝোতায় না পৌঁছানো গেলে বুধবার ১২টা এক মিনিট থেকে সাধারণ ধর্মঘট শুরু হবে।