কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনার বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে সেলেসাওরা। আর সেমিতে কলম্বিয়ার বিপক্ষে শনিবার রাতে বড় ব্যবধানে জয় পেয়ে ফাইনালে পৌঁছেছে তারা
শনিবার রাতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমে ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় ব্রাজিলিয়ান যুবারা। মাত্র দুই মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। গোল করেন রায়ান (১-০)। প্রথমার্ধে গোল না হওয়ায় দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রায়ান। সেই সঙ্গে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই ফরোয়ার্ড (২-০)। ব্রাজিলের তৃতীয় গোলটি আসে ইগোর ব্রেডফের পা থেকে। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
সেমিফাইনালে লড়াইয়ে নামার আগে গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য ছিল ব্রাজিলের যুবারা। তিন জয় ও এক ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছিল। ২২ গোলের বিপরীতে মাত্র দুইটি গোল হজম করেছে দলটি।