
২০২৩-২৪ অর্থবছরের কর্মদক্ষতা মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের আটটি জেলা পরিষদের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে কুমিল্লা জেলা পরিষদ।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা পরিষদ বাদে বিভাগের অন্য আটটি জেলা পরিষদের কর্মদক্ষতা বিভিন্ন মানদণ্ডে মূল্যায়ন করা হয়। ১০০ নম্বরের এই মূল্যায়নে কুমিল্লা জেলা পরিষদ ৮০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। জেলা পরিষদটিকে আগামীতে উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রচলিত নিয়ম-কানুন অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, ৭৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। এই জেলা পরিষদকে ভূমি রাজস্ব খাতে আর্থিক সুশাসন নিশ্চিত করার জন্য সুপারিশ করা হয়েছে। ৭৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে নোয়াখালী জেলা পরিষদ, যাদের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। তালিকায় সর্বনিম্ন ৭০ নম্বর নিয়ে যৌথভাবে শেষ অবস্থানে রয়েছে লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।
কর্মদক্ষতা মূল্যায়নে প্রথম স্থান অর্জনের খবরে কুমিল্লা জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এই অর্জনকে সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “পরিশ্রম করলে মূল্যায়ন পাওয়া যায়। কাজের স্বীকৃতি পেলে কাজের স্পৃহা বাড়ে। এই স্বীকৃতি আমার বা অন্য কারো একার নয়, এটি কুমিল্লা জেলা পরিষদের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফল। আধুনিক ও উন্নত কুমিল্লা গড়ে তুলতে কুমিল্লা জেলা পরিষদ আগামী দিনে আরও আন্তরিকভাবে কাজ করবে।”