জানুয়ারি ১৭, ২০২৫

শুক্রবার ১৭ জানুয়ারি, ২০২৫

কমছে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়, যেদিন থেকে কার্যকর

Rising Cumilla - CNG Filling Station
ছবি: সংগৃহীত

সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি (বুধবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সিএনজি স্টেশনগুলোর মালিকদের অনুরোধ এবং সিএনজি চালকদের আন্দোলন-ধর্মঘটকে বিবেচনায় করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।