প্রচণ্ড গরমের কারণে আপাতত নতুন কোনো কাজে হাত দিচ্ছেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।সূর্যের উত্তাপ কমলেই তবে কাজে ফিরবেন বলেও জানান পূর্ণিমা।
তিনি বলেন, ‘এ মুহূর্তে এতো গরম পড়েছে, এ অবস্থায় কাজ করা আপাতত আমার পক্ষে কোনেভাবে সম্ভব নয়। গরমটা একটু কমলে নতুন কাজ নিয়ে ভাবব। সেটা হতে পারে আগামী ঈদের পর। তবে যাই করি না কেন ভালো গল্পের সিনেমা বা ওয়েব কনটেন্টে কাজ করব।
গত রোজার ঈদে পূর্ণিমা অভিনীত ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজটি সকলের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপে মুক্তি পায় ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজ। জানা যায়, বিশ্বের একশ দেশ থেকে দেখা হয় সিরিজটি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও দেখা যায় এ অভিনেত্রীকে।