ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারে ভাসমান ট্রলার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ভাসমান ট্রলার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার
কক্সবাজারে ভাসমান ট্রলার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে ভেসে আসা ট্রলার থেকে ১১ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের নাজিরারটেক পয়েন্টে ট্রলারটি ভেসে আসে।

রোববার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, কক্সবাজারের স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পায়। পরে তারা শনিবার ঈদের দিন রাতে ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। সেখানে এনে ট্রলারের ভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়।

কক্সবাজার দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ মোনায়েম বিল্লাহ জানান, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ট্রলারটির কোল্ডস্টোর থেকে ১১ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আরো আছে কি না- তা খতিয়ে দেখতে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।