মার্চ ৭, ২০২৫

শুক্রবার ৭ মার্চ, ২০২৫

ওয়ানডে থেকে বিদায় নিলেন মুশফিক, মিরপুরে পেলেন গার্ড অব অনার

Mushfiqur Rahim
ছবি: সংগৃহীত

প্রায় দুই দশকের ক্যারিয়ার মুশফিকুর রহিমের। অর্জনও কম নয়। ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ততম তালিকাতেও থাকবে তিনি। অথচ কাল সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় অবসরের ঘোষণা দেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সতীর্থরা আজ তাকে দিয়েছে গার্ড অব অনার। 

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মুশফিক মাঠে নেমেছেন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে।

এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস পরে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ম্যাচ শুরুর আগে দুই সারিতে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। এখানেও অবশ্য জাতীয় দলের কয়েকজন সতীর্থকে পাশে পেয়েছেন।

তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ ও মেহেদী হাসান মিরাজও খেলছেন মোহামেডানের হয়ে। গার্ড অব অনারের সময় ছিলেন তারাও।

উল্লেখ্য, ওয়ানডেতে ১৯ বছরের অসাধারণ ক্যারিয়ার মুশফিকুর রহিমের। এই ফরম্যাটে ২৭৪ ম্যাচ খেলে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে ৩৬.৪২ গড়ে মোট ৭৭৯৫ রান করেছেন। এই সংস্করণে তামিমের পর বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি।