জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

এ বছরের এইচএসসি পরীক্ষা আগস্টে শুরু হতে পারে

এ বছরের এইচএসসি পরীক্ষা আগস্টে শুরু হতে পারে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
এ বছরের এইচএসসি পরীক্ষা আগস্টে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা আগস্টে নেয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা হলেও করোনার কারণে গতবছরের ন্যায় এ বছরও যথাসময় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে এবার সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বরে এবং সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলে, এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস সিলেবাসই হচ্ছে। কিন্তু যেহেতু পূর্ণ নম্বরে পরীক্ষা হবে, সকল বিষয়ে পরীক্ষা হবে। নির্বাচনি পরীক্ষা যেটা হওয়ার কথা ছিল, সেটাকে আমরা একটু পিছিয়ে দিয়েছি। ৩০ মে করে দিয়েছি এবং আমারা আশা করছি আগস্ট মাসের মাঝামাঝি সময় হয়তোবা পরীক্ষাটা নিতে পারব।

আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।