নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

এসএসসি পরীক্ষা শুরু, কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৮০ হাজার

Board of Intermediate and Secondary Education, Cumilla.
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। ছবি: সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহত্তর কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ ৬টি জেলার অধীনে আজ (১৫ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১২ মার্চ।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬ জেলায় মোট পরীক্ষার্থী ১ লাখ ৮০ হাজার ৫২৭ জন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন এবং কেন্দ্র ছিল ২৭২টি।

জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭৪,৯৮১ জন এবং ছাত্রী ১লাখ ৫ হাজার ৫৪৬ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৬০৭৩৭ জন, মানবিক বিভাগে ৬০২৯৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯৪৯৭ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় মোট ২৭৩ কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। জেলাভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে কুমিল্লা জেলায় ৬২,৪৬৯ জন, নোয়াখালীতে ৩১,৮৫৫ জন, ফেনীতে ১৭,২৯৮ জন, লক্ষ্মীপুরে ১৬,২৯২ জন, চাঁদপুরে ২৭,৪৬৩ জন ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৯ হাজার ১৩৪ জন।

এ বছর ছেলে শিক্ষার্থীদের চেয়ে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি। যদিও বোর্ড কর্তৃপক্ষ বলছে- অনিয়মিত পরীক্ষার্থী না থাকায় কমে এসেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, এবার পরীক্ষার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধে না হয় তার জন্য প্রশাসন আমাদের সহযোগিতা করবে। আর কোন পরীক্ষার্থী অসুস্থ হলে তাদের সকল ধরনের চিকিৎসার জন্য মেডিকেল টিম সহযোগিতা করবে। আর সকল শিক্ষার্থীদের প্রতি রইলো শুভ কামনা।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রথম দিন আজ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসির বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এদিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিলের (ভোকেশনাল) বাংলা-২ (১৯২১) ও বাংলা-২ (১৭২১) অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ শুরু হয়ে শেষ হবে ২০ মার্চ। কারিগরির লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ শুরু হয়ে শেষ হবে ২১ মার্চ। দাখিল পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা ১৬ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩০ মার্চ।

এর আগে ২৮ জানুয়ারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়, ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।