নভেম্বর ১৩, ২০২৪

বুধবার ১৩ নভেম্বর, ২০২৪

এশিয়া কাপে দলের সঙ্গে যুক্ত হচ্ছে লিটন, বাদ যাননি কেউ

Liton Das
লিটন দাস। ছবি: সংগৃহীত

সুপার ফোরের আগে নাটকীয়ভাবে পাকিস্তানে গিয়ে দলে যুক্ত হয়েছেন জাতীয় দলের সহ-অধিনায়ক লিটন কুমার দাস। যেখানে আগামীকাল সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

রাত ৯টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে লাহোরে রওয়ানা দেন লিটন। এই খবর জানা যায় সকালেই। তবে বিকেলে গণমাধ্যমকে অবাক করে দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, লিটনের যাত্রা বিষয়ে তিনি কিছুই জানেন না, এই তারকা এখন কীভাবে যাবেন সেটাও বুঝতে পারছিলেন না তিনি।

যদিও মধ্য রাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, পুরোপুরি সুস্থ হয়ে দলে যোগ দিচ্ছেন সহ-অধিনায়ক। সুপার ফোরের ম্যাচে খেলার জন্য পাওয়া যাবে তাকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।

উল্লেখ্য, জ্বরের জন্য গত ২৭ আগস্ট দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারেননি জাতীয় দলের সহ-অধিনায়ক লিটন কুমার দাস। এরপর তিনদিনেও জ্বর না কমায় তার বদলি হিসেবে দলে যুক্ত হন এনামুল হক বিজয়। শেষ পর্যন্ত লিটন জ্বর থেকে সেরে উঠেছেন। বাংলাদেশও পার করেছে গ্রুপ পর্ব। সুপার ফোরে তাই লিটনকে স্কোয়াডে যুক্ত করতে চাইছে বিসিবি।