ডিসেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ ডিসেম্বর, ২০২৪

এবার শাকিবের সিনেমার আইটেম গানে নুসরাত

Rising Cumilla - Shakib khan-Nusrat Jahan
ছবি : সংগৃহীত

২০১৮ সালে যৌথ প্রযোজনার ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন টালিউডের অভিনেত্রী নুসরাত জাহান। এরপর তাদের আর একসঙ্গে দেয়া যায়নি। তবে নতুন খবর হচ্ছে, আবারও শাকিব খানের ছবিতে দেখা যাবে নুসরাতকে।

২০২৫ সালের ঈদকে সামনে রেখে নির্মাণ হচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিগ বাজেটের চলচ্চিত্র ‘বরবাদ’। বরবাদে শাকিবের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার ইধিকা পালকে, সে খবর অবশ্য আগেই প্রকাশ হয়েছে। এই ছবিতে দেখা মিলবে কলকাতার আরেক অভিনেত্রী নুসরাত জাহানের।

ইতোমধ্যেই মুম্বাইতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বিষয়টি জানিয়েছেন নুসরাত নিজেই।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই তথ্য নুসরাত নিজেই জানিয়েছেন গণমাধ্যমে। তিনি বলেন, ‘একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাচ্ছি না। গানটির জন্য শুধু অপেক্ষা করছি।’

এদিকে কয়েকদিন আগেই শাকিব খান জানিয়েছেন, সুপারহিট ‘তুফান’র দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। আগামী বছরের ঈদুল ফিতরে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে দেশের সিনেমা হলে চলছে শাকিব খান অভিনীত ‘দরদ’। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। যেখানে শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন বলিউডের সোনাল চৌহান।