বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন আসর মানেই থাকে নতুনত্ব। নানা নতুনত্বের মাঝে থাকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলের বিষয়ও। অন্য কোনো দলের নাম আর মালিকানায় পরিবর্তন না এলেও একটি জায়গায় বদল আসবে নিশ্চিত- সেটা ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও নামে।
ফ্র্যাঞ্চাইজিটির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান। এবার রূপালী পর্দার জগত থেকে তিনি নাম লেখালেন ক্রিকেটাঙ্গনে।
এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এ টুর্নামেন্টে যুক্ত হচ্ছেন বাংলা সিনেমার এই সুপারস্টার। শুক্রবার (১৬ আগস্ট) সকালে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর থেকে শাকিব খানের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে শাকিবের বিপিএলে যুক্ত হওয়ার খবরটি পোস্ট করতে থাকেন। তাদের ভাষ্য, দীর্ঘদিনের ইচ্ছে ছিল শাকিব খানের মালিকানায় বিপিএলে একটি দল থাকুক। এতে করে শাকিবের ব্যবসায়িক যেমন উন্নতি হবে তেমনি সিনেমার সঙ্গে ক্রিকেটের কম্পিনেশন আরও জমজমাট হবে।
শাকিবের কোম্পানির পক্ষে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। ওই সূত্রটি বলছে, ইতোমধ্যে সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।