অক্টোবর ৪, ২০২৪

শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪

এবার কৃতি শ্যানন নতুন পথে

এবার কৃতি শ্যানন নতুন পথে
এবার কৃতি শ্যানন নতুন পথে। ছবি: সংগৃহীত

কৃতি শ্যানন বলিউডে এখনও সেভাবে প্রতিষ্ঠা পাননি। তবে তিনি সাফল্য এবং প্রশংসা লাভ করেছেন। তার অভিনীত একাধিক সিনেমা বক্স অফিসে ব্যবসা করেছে। এবার প্রযোজনার কাজে নামছেন তিনি।

সকলে সঙ্গে তাল মিলিয়ে এইবার তিনিও নাম লিখিয়েছেন। এরআগে প্রযোজনায় নেমেছেন প্রিয়াঙ্কা চোপড়া, টুইঙ্কল খান্না, আলিয়া ভাট, আনুশকা শর্মার মতো অভিনেত্রীরা।

ওটিটি প্ল্যাটফর্মের একটি সিনেমার প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসাবে হাতেখড়ি হচ্ছে কৃতির। অবশ্য এ সিনেমা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতারা।

আগামী ১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে কৃতির সিনেমা ‘আদিপুরুষ’। দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে এই সিনেমাতে অভিনয় করেছেন তিনি।