ফেব্রুয়ারি ১৮, ২০২৫

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

এবার ওটিটিতে আসছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

Rising Cumilla - Mehazabien Chowdhury in Priyo Maloti
‘প্রিয় মালতী’ ছবির একটি দৃশ্যে মেহজাবীন চৌধুরী | ছবি: এক্স (সাবেক টুইটার)

সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। গতকাল প্ল্যাটফর্মটি এ ঘোষণা দেয়।

যেখানে জানানো হয়, ৬ ফেব্রুয়ারি, আগামীকাল রাত ৮টায় সিনেমাটি মুক্তি পাবে চরকিতে। সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

সিনেমায় তার নাম মালতী রানী দাশ। মালতী চরিত্রটি একজন অন্তঃসত্ত্বা নারীর। বিশৃঙ্খল এই শহরে তার লড়াই করতে হয় শ্বশুরবাড়ি, সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে।

‘প্রিয় মালতী’ সিনেমার গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০ ডিসেম্বর। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন মেহজাবীন। পরিচালক শঙ্খ দাশগুপ্তও এ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে।

সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে।

‘প্রিয় মালতী’ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ‘প্রিয় মালতী’।