ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

এবার একসঙ্গে দেখা যাবে মা ও মেয়েকে: সারিকা

এবার একসঙ্গে দেখা যাবে মা ও মেয়েকে: সারিকা।
এবার একসঙ্গে দেখা যাবে মা ও মেয়েকে: সারিকা। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো অভিনয় করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকার একমাত্র কন্যা স্যাহরিশ।

মায়ের পথ ধরে এবার তাঁর মেয়েও পা রাখলেন অভিনয়ে। মুজিবুল হকের রচনা ও বি ইউ শুভর পরিচালনায় ‘হ্যালো টিচার’ নাটকে অভিনয় করেছে মা ও মেয়ে। নাটকটিতে দেখা যাবে, টিচার হিসেব সারিকাকে আর সারিকার ছাত্রী হিসেবে দেখা যাবে মেয়ে স্যাহরিশকে।

সারিকা সাবরিন বলেন, আমার মেয়ে ২৪ মে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। সে দিনটি আমরা জন্য বিশেষ একটি দিন। অনেক আগে থেকেই স্যাহরিশের অভিনয়ে আগ্রহ। প্রথম দৃশ্যে যখন অভিনয় করে স্যাহরিশ, আমরা সবাই মুগ্ধ হয়েছি ওর অভিনয়ে। আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি নাটকটি প্রচারের।