ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

এবার ঈদে ২১টি গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

Dr Mahfuzur Rahman will sing 21 songs this Eid
এবার ঈদে ২১টি গান শোনাবেন ড. মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

এবার ঈদেরও বিগত বছরের মতো সকলকে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান। এবারে একসঙ্গে দুই চ্যানেলে একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে আসছেন তিনি। এটিএন বাংলার পাশাপাশি সংবাদ ভিত্তিক চ্যানেল এটিএন নিউজেও দেখা যাবে এই শিল্পীকে।

ঈদের দিন রাত সাড়ে ১০টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় তার একক গানের অনুষ্ঠান প্রচার হবে। একগুচ্ছ গান নিয়ে সাজানো হয়েছে ‘তুমি আমার অন্তরে’ অনুষ্ঠানটি।

২০১৬ সাল থেকে প্রচার হচ্ছে তার গাওয়া গান।এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।

অ্যালবামে রয়েছে- ভেঙ্গে চুরে ছারখার, তোমার হাঁসি ভালোবাসি, মনটা শুধু তোমার, চুপি চুপি কাছে এসে, তোমায় খুঁজে বেড়ায়, ঐ আকাশ নীলে দুই জন এবং রিমিক্স দাইমা-৩ শিরোনামের গান।

এছাড়াও অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো- আকেলা না জানা, কাভিতো তুমকো, মুঝে তুম নাজারসে ও চুপকে চুপকে।

তার গানগুলো দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।