
২০২৩ সালের একটি পুরোনো ভিডিও ব্যবহার করে এনসিপির মিছিল ছত্রভঙ্গ হিসেবে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট আজ এ তথ্য জানিয়েছে।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, আওয়ামী লীগ এনসিপির মিছিল ছত্রভঙ্গ করেছে দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে। বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ‘আওয়ামী লীগ কর্মীদের ধাওয়ায় এনসিপির মিছিল ছত্রভঙ্গের ভিডিও নয় এটি।
প্রকৃতপক্ষে ২০২৩ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ডাকা অবরোধের প্রেক্ষিতে টাঙ্গাইলে বিএনপির মশাল মিছিলের ভিডিও এটি। সে সময় আওয়ামী লীগ তাদের ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।’
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে কাজ করে বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয়েছে যে, উদ্দেশ্যমূলক এসব অপপ্রচার করা হচ্ছে।
ফ্যাক্টচেক টিমের অনুসন্ধানে দেখা যায় যে, সম্প্রতি ভারত থেকে পরিচালিত বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণা বৃদ্ধি পেয়েছে।