
২০২৫ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এই এক মাসে হজের প্রাথমিক নিবন্ধন মধ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক হাজার ৮৭ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার (৪ অক্টোবর) পর্যন্ত সরকারি মাধ্যমে ৬৩৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৫৩ জন নিবন্ধন করেছেন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে না এবং চলতি মাসেই হজ প্যাকেজের মূল্য ঘোষণা করা হবে। পবিত্র হজে যাওয়া ব্যয় কমানোর লক্ষ্যে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজের মূল্য চলতি বছরের তুলনায় কমানোর চেষ্টা চলছে। হজ এজেন্সি মালিকদের মতে, প্যাকেজ ঘোষণা না হওয়ায় অনেকেই নিবন্ধন নিয়ে অপেক্ষা করছেন।
উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা নির্ধারিত হয়েছে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন, যা পূর্ণ হলে নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। প্রাথমিক নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা তিন লাখ টাকা জমা দিতে হবে, আর বাকি অর্থ প্যাকেজ ঘোষণার পর নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে।
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব বর্তমানে সৌদি আরবে সফরে রয়েছেন। তারা সেখানে হজের বাড়ি ভাড়া ও সৌদি প্রান্তের খরচ নির্ধারণ করবেন।
এর আগে, ২৬ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল- ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন।