রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ১৯ কেজি ওজনের বিশাল আকারের এক বোয়াল একটি মাছ ৪৫ হাজার ৬০০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া ঘাটে মৎস আড়তে প্রকাশ্য নিলামে মাছটি কিনেছেন ৫নং ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।
আড়তের মালিক মো. শাহজাহান শেখ জানান, শনিবার ভোরে দৌলতদিয়া ঘাটে রওশনের আড়তে নিলামে ১৯ কেজি ওজনের বিশাল আকারের বোয়াল মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ দরে মোট ৪৫ হাজার ৬০০ টাকায় ক্রয় করেছি। মাছটি এখন দড়ি দিয়ে নদীতে বেঁধে রাখা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ক্রেতার সঙ্গে আলোচনা চলছে। দরদাম ঠিক হলে মাছটি বিক্রি করব।
তিনি আরো বলেন, পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। তারপর যদি আকারে বড় হয় তাহলে তো কথাই নেই। সবসময় পদ্মার মাছের চাহিদা থাকে। বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা আগে থেকেই বলে রাখেন। এজন্য বড় মাছ ধরা পড়লেই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।