অক্টোবর ৪, ২০২৪

শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪

এক ফ্রেমে অর্ণব ও অরিজিৎ

Arnav and Arijit in one frame
এক ফ্রেমে অর্ণব ও অরিজিৎ। ছবি: সংগৃহীত

এক ফ্রেমে এপার বাংলার অর্ণব এবং অপার বাংলার অরিজিৎ। তাদেরকে একসঙ্গে দেখে হৈ চৈ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি মঙ্গলবার (২০ জুন) শিল্পী অর্ণব ছবি পোস্ট করেন।সেখানে দেখা যায় সেলফি তুলছেন অরিজিৎ আর পিছনে দাঁড়িয়ে আছেন অর্ণব।

অর্ণব জানান, তিনি ছিলেন জিয়াগঞ্জে (অরজিতের গ্রামের বাড়ি), অরিজিৎ সিংয়ের কাছেই। এই ছবি পোস্ট করে লেখেন, ‘অবশেষে! দেখুন আমার সঙ্গে কে! এতদিন পর দেখা আমাদের।’

একটা দারুণ সময় উপহার দেওয়ার জন্য অরিজিৎ তোমাকে ধন্যবাদ। গেল সন্ধ্যাটা অসাধারণ কেটেছে। ইচ্ছা করছিল তোমার সঙ্গে আরো কিছুটা সময় থাকার।

তিনি আরো লিখেন,মজার-মজার সব খাবার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের সকলের সঙ্গে দেখা হওয়াই যেন একটা উপহার। তোমাকে খুব তাড়াতাড়ি গানটা পাঠাচ্ছি। ভালোবাসা তোমাকে।

দুই তারকাকে একসঙ্গে দেখতেই চমকের অপেক্ষা করছেন ভক্তরা। পছন্দের দুই গায়ক যদি জোট বেঁধে গান আনেন কার না ভালো লাগে! এক ব্যক্তি লেখেন, ‘ডুও হচ্ছে নাকি?’ আরেকজন ভক্ত বলেন, ‘কোক স্টুডিও বাংলায় অরিজিৎ আসলে কেমন হয়?’ অন্য এক ব্যক্তি দুই গায়কের তারিফ করে লেখেন, ‘দুজন একে অন্যের পরিপূরক।সকলে এখন তাদের গানের অপেক্ষা করছেন।