
মাইক্রো ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটার) অডিও ও ভিডিও কলিং সুবিধা এখন অ্যান্ড্রয়েড ফোনেও ব্যবহার করা যাবে। এর আগে শুধু আইওএস ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছিলেন।
শুক্রবার এক্সের একজন ডেভেলপার এনরিক ব্যারাগান তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এ তথ্য জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
অ্যান্ড্রয়েড ফোন থেকে এক্সে অডিও-ভিডিও কল করতে হলে অ্যাপ হালনাগাদ করতে হবে। তবে শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবাররাই কল করতে পারবেন। আর সাধারণ ব্যবহারকারীরা শুধু কল রিসিভ করতে পারবেন।
সুবিধাটি চালু বা বন্ধ করতে প্রোফাইল আইকন থেকে “সেটিংস অ্যান্ড প্রাইভেসি” অপশনে যেতে হবে। এরপর “প্রাইভেসি অ্যান্ড সেফটি” নির্বাচন করতে হবে। “ডিরেক্ট মেসেজ” অপশন থেকে পেয়ে যাবেন “এনেইবল অডিও অ্যান্ড ভিডিও কলিং” সুবিধা। এই অপশন থেকেই ঠিক কাদের থেকে কল পেতে চাচ্ছেন তাও নির্বাচন করা যাবে।
প্রিমিয়াম সাবস্ক্রিপশনটির খরচ প্রতি মাসে তিন ডলার থেকে শুরু।