জানুয়ারি ১১, ২০২৫

শনিবার ১১ জানুয়ারি, ২০২৫

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হতে পারে ২৬ মে থেকে

Application for admission in class 11 has started in Bangladesh
ছবি: সংগৃহীত

রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। ফলাফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে ২৬ মে থেকে।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ সোমবার (১৩ মে) বৈঠক করে ভর্তির তারিখ, ফি, ও অন্যান্য আনুষ্ঠানিক বিষয় চূড়ান্ত করবেন।

জানা গেছে, এবারও ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। কেবল অনলাইনে আবেদন নেওয়া হবে এবং নম্বরের ভিত্তিতে ভর্তি করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। তবে ফল প্রকাশের প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসতে পারে।

এবার হাইকোর্টের নির্দেশনা মেনে মিশনারি পরিচালিত নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজ লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি করবে।

ভর্তির প্রক্রিয়া:

  • শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) এ আবেদন করতে পারবে।
  • অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।
  • একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মেধা, কোটা ও পছন্দ অনুযায়ী একটি কলেজে ভর্তি হতে পারবে।
  • বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।
  • প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে শিক্ষার্থীরাও বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।