দুই অভিনেতা একসঙ্গে বড় চমক দিতে যাচ্ছেন। নতুন সিনেমার জন্য হাত মেলাতে চলেছেন প্রযোজক দেব ও সোহম।
সম্প্রতি জানা গিয়েছে দেব আর সোহমের কোলাবরেশন দেখা যাবে এবার। দুজনের প্রযোজনা সংস্থা একসঙ্গে একাধিক ছবি তৈরি করবেন।
যদিও ইন্ডাস্ট্রির সূত্রের খবর এটা ভুল তথ্য। অভিনেতার ঘনিষ্ট এক ব্যক্তি জানান, ‘এমন কোনও তথ্য জানা যায়নি। অভিনেতারাও জানেন না। ওঁরা এমন কিছুতে সই করেননি।’
তবে এ প্রসঙ্গে এখনও দেব বা সোহম কেউই আনুষ্ঠানিকভাবে কিছুই এখনও ঘোষণা করেননি।