ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

এই প্রথমবার ট্রান্সজেন্ডার মিস নেদারল্যান্ডস হলেন মডেল রিকি

Rikkie Valerie Kolle is the first transgender Miss Netherlands
এই প্রথমবার ট্রান্সজেন্ডার মিস নেদারল্যান্ডস হলেন মডেল রিকি। ছবি: সংগৃহীত

তার নাম রিকি ভ্যালেরি কোলে। তিনি একজন ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী)। প্রথম কোনো রূপান্তরকামী মডেল হিসেবে মিস নেদারল্যান্ডস ২০২৩’র খেতাব জিতলেন তিনি।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন নাথালি মোগবেলজাদা। তিনি আমস্টারডামের বাসিন্দা। অন্যদিকে হাবিবা মোস্তফা জয় করেছেন মিস কনজেননিয়ালিটি খেতাব এবং মিস সোশ্যাল মিডিয়া পুরস্কার পেয়েছেন লৌ দির্চা।

রূপান্তরকামী মডেল রিকি’র বয়স মাত্র ২২ বছর। তিনি পেশায় একজন অভিনেত্রী।নতুন মিস নেদারল্যান্ডস রিকি অনুষ্ঠানের দিন একটি মেরুন গাউন পরেছিলেন। তিনি তার পূর্বসূরী ওনা মুডির কাছ থেকে তার মুকুট গ্রহণ করেন। এ সময় আবেগে কাবু হয়েছিলেন রিকি।

তিনি খেতাব জয়ের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, ‘আমি পেরেছি।’

খেতাব জয়ের পর তিনি খেতাব জয়ের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, ‘আমি পেরেছি।’

তিনি খেতাব জয়ের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, ‘আমি পেরেছি।’

খেতাব জয়ের পর রিকি জানিয়েছেন, তাকে অনেক কষ্ট করতে হয়ছে এই জায়গায় আসতে। এবং তিনি তার পরিবারের সাহায্য পেয়েছেন।

আসন্ন ৭২তম মিস ইউনিভার্সের জন্য নেদারল্যান্ডসের হয়ে লড়াই করবেন রিকি। মিস ইউনিভার্স ২০২৩ ডিসেম্বরে এল সালভাদরে অনুষ্ঠিত হবে, যদিও এর সঠিক তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। ২৪টি দেশের প্রতিযোগীরা এ শিরোপার জন্য লড়াই করবেন।