সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

ঈদে নতুন টাকার নোট পাবেন ব্যাংকের যেসব শাখায়

নতুন টাকা। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে নতুন টাকার নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। আগামী ৯ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এসব নোট পাওয়া যাবে। গ্রাহকরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়া নতুন টাকার নোট বিনিময় করতে পারেন সেজন্য সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের শাখা নির্দিষ্ট করে দেয়া হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখার মাধ্যমেও গ্রাহকেরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ চাইলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।