এবার ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা ছিলো ‘অন্তর্জাল’। ঐভাবেই পোস্টার, টিজার এবং একটি গান প্রকাশিত হয়। ফেসবুকও চলেছে প্রচারণা। কিন্তু ঈদে মুক্তির পাবে না। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম।
তিনি বলেন,গতকাল (২১ জুন) রাতে টিম থেকে মেসেজ পেয়েছি, ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে না।’ সেই সঙ্গে তিনি জানান, এই ছবির একটি গানের শুটিং এখনো বাকি আছে। যেটির শুটিং হবে ঈদের আগে কিংবা পরপরই।
তিনি আরো বললেন, নতুন সিদ্ধান্ত হয়েছে, আগামী ২১ জুলাই ছবিটি মুক্তি পাবে।সবার সঙ্গে কথা হয়েছে, ছবিটি ঈদে মুক্তি দেওয়া হচ্ছে না। আরও উপযুক্তভাবে ছবির পোস্টের কাজ করা হচ্ছে।
মিম এটাও বলেন যে,এই বিষয় ছবির নায়ক সিয়াম আহমেদ কিছুই জানেন না।
তিনি বলেন, ‘কে বলেছে মুক্তি পাবে না? আমি তো এরকম কিছু জানি না। সুতরাং না জেনে বিষয়টি নিয়ে মন্তব্য করাও আমার উচিত হবে না। আর আমি গত কয়েক দিন ধরে অন্য প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত।নির্মাতা দীপংকর দীপন সঙ্গে কথাও হয়নি।’