মে ৫, ২০২৫

সোমবার ৫ মে, ২০২৫

ঈদুল আজহার ছুটি ঘোষণা করলো কুয়েত সরকার, ঈদ কবে?

Rising Cumilla - Crescent-Moon
ছবি: সংগৃহীত

জিলকদ মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই কুয়েতের সরকার ২০২৫ সালের ঈদুল আজহার ছুটির ঘোষণা করেছে। ইসলামিক ক্যালেন্ডারের ১১তম মাস জিলকদ নিশ্চিত হওয়ার পরেই পবিত্র জিলহজ মাসের আগমন বার্তা স্পষ্ট হয়েছে, যা মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আজহার আগমনী ধ্বনি বাজিয়ে তোলে।

স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, কুয়েতের মন্ত্রিসভা আগামী ৫ই জুন, বৃহস্পতিবার থেকে ৮ই জুন, রবিবার পর্যন্ত আরাফাতের দিন এবং ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে। শুধু তাই নয়, ছুটির এই আনন্দ আরও এক দিন বাড়িয়ে ৯ই জুন, সোমবার বিশ্রাম দিবস হিসেবে ধার্য করা হয়েছে। এর ফলে, কুয়েতের সরকারি অফিস-আদালত আগামী ১০ই জুন, মঙ্গলবার থেকে পুনরায় কার্যক্রম শুরু করবে।

এদিকে, জ্যোতির্বিদরা জানিয়েছেন যে আগামী ২৭শে মে জিলহজ মাসের নতুন চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এই পূর্বাভাস সত্যি হলে, ২৮শে মে কুয়েতে পবিত্র জিলহজ মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে। এই হিসাব অনুযায়ী, আগামী ৫ই জুন পালিত হবে আরাফাতের পবিত্র দিন এবং তার পরদিনই, অর্থাৎ ৬ই জুন, কুয়েতের ধর্মপ্রাণ মুসলমানরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করবেন।

বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোর মতো কুয়েতের মুসলমানরাও হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর মহান ত্যাগ ও আল্লাহর প্রতি তাঁদের অবিচল আনুগত্যের স্মরণে এই ঈদ উদযাপন করবেন।

আরও পড়ুন