সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

ইসরায়েলে চলমান সংঘাতের মধ্যেই তথ্যমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

Israel's information minister Galit Distel-Atbaryan
ইসরায়েল তথ্যমন্ত্রী গ্যালিত ডিসটেল অ্যাটবারিয়ান। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনির সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী গ্যালিত ডিসটেল অ্যাটবারিয়ান।

এর আগে বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি এ তথ্য জানিয়েছিলেন। খবর-বিবিসি

তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমার প্রতি যে আস্থা রেখেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই।

নেতানিয়াহুর সরকারের এই মন্ত্রী লিকুদ পার্টির একজন সদস্য। গত ৭ অক্টোবর ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম নেতানিয়াহু সরকারের কোনো মন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলেন।