ডিসেম্বর ৯, ২০২৪

সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪

ইলিশ আগে দেশের মানুষ পাবে, পরে রপ্তানি—উপদেষ্টা ফরিদা আখতার

Rising Cumilla - The people of the country will get the hilsa first, then the export said Adviser Farida Akhtar
ছবি: সংগৃহীত

দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

স্বল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আজ রোববার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ফরিদা আখতার।

তিনি আরও বলেন, সিন্ডিকেটের কারণে প্রতিনিয়ত ডিম-দুধের দাম বাড়ছে। হাঁস, মুরগি, গরু পালনে উৎসাহিত করে ডিম-দুধের উৎপাদন বাড়ানো চেষ্টা করা হবে। শুধুমাত্র পোল্টি ফার্ম দিয়ে ডিমের উৎপাদন বাড়িয়ে এটি সমাধান করা যাবে না। গ্রামীণ নারীদের মধ্যে হাঁস-মুরগি পালন বাড়ানো গেলে সরবরাহ বাড়বে। এর ফলে দাম কমবে। এসব খাদ্যপণ্যের সরবরাহ বাড়ানো, মান নিশ্চিত ও জনগণের কাছে সহজলভ্য করা প্রথম লক্ষ্য বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কোনো পণ্য উৎপাদন হওয়ার পর বাজার পর্যন্ত আসতে অনেক জায়গায় টাকা দিতে হয়। ফলে পণ্যের দাম বেড়ে যায়। এ সময় সিন্ডিকেট ও চাঁদাবাজিকে কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।