জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

ইন্টার মিয়ামির জয় মেসির জোড়া গোলে

Inter Miami won with Messi's double goal
ইন্টার মিয়ামির জয় মেসির জোড়া গোলে। ছবি: ফেসবুক

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রশ্ন উঠে, অচেনা পরিবেশে লিওনেল মেসি কি পারবেন মানিয়ে নিতে? উত্তরটা এখন পরিষ্কার। আর সেটা আর্জেন্টাইন অধিনায়ক মাঠেই দিলেন।

মায়ামি মেসিকে দলে টানার পর চলতি মৌসুমে টানা জয়ে রীতিমতো উড়ছে। প্রথম দুই ম্যাচে তিন গোলের পর অরল্যান্ডো সিটির বিপক্ষে আজও পেয়েছেন জোড়া গোল! অরল্যান্ডো সিটিকে ৩-১ হারিয়েছে মায়ামি।

মায়ামির ৩-১ ব্যবধানে জয়ে জোড়া গোলই তার। মায়ামির হয়ে অভিষেকের পর তিন ম্যাচের প্রতিটিতেই গোল পেয়েছেন আর্জেন্টাইন এই তারকা। শেষ দুই ম্যাচে জোড়া গোল করায় মায়ামির হয়ে এখন পর্যন্ত তার মোট গোল ৫।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে মায়ামি। আগের ম্যাচে মেসি গোল করিয়েছিলেন মায়ামির আক্রমণভাগের তরুণ তুর্কি রবার্ট টেলরকে দিয়ে। মেসির সেই দেনা অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটেই শোধ করে দেন রবার্ট। বাঁ দিক থেকে রবার্টের বাড়ানো চিপশট দৌড়ে গিয়ে বক্সে ঢুকে বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের সাইডভলির মাধ্যমে জালের ঠিকানা খুঁজে নেন লিও।

গোল হজম করে ১০ মিনিটের মাথায় সমতায় ফেরে অরল্যান্ডো। সিজার আরাউহোর গোলে প্রথমার্ধের আগ পর্যন্ত ম্যাচে টিকে থাকে অরল্যান্ডো।

বিরতি থেকে ফিরে নতুন উদ্যমে আক্রমণ শুরু করে মায়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতেই অরল্যান্ডোর বক্সে ফাউলের শিকার হন জোসেফ মার্তিনেজ। সেখান থেকে মার্তিনেজকে দিয়েই গোল আদায় করে নেন মেসি।

এরপর অবশ্য ৭২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলে জয় নিশ্চিত করেন মেসি। প্রথম গোলে মেসিকে এসিস্ট করা ফিনল্যান্ডের টেইলর এবার ডিবক্সের বাইরে থেকে ক্রস প্রদান করে। সেখান থেকেই মেসিকে বল বাড়িয়ে দেন পেনাল্টি থেকে গোল করা মার্টিনেজ। মার্টিনেজের কাছ থেকে বল পেয়ে সহজ সুযোগে ডান পায়ের শটেই বল জালে জড়ান মেসি। আর তাতেই লিগস কাপের শেষ ষোল নিশ্চিত হয় ইন্টার মায়ামির।