ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

ইন্টার মায়ামির অধিনায়কত্ব পেলেন মেসি

Messi got the captaincy of Inter Miami
ইন্টার মায়ামির অধিনায়কত্ব পেলেন মেসি। ছবি: সংগৃহীত

মেসি ইউরোপ চ্যাপ্টার ক্লোজ করে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। মেসিই হলেন ইন্টার মায়ামির নতুন অধিনায়ক এবং আগামীতেও দায়িত্বটা তার কাঁধেই থাকবে। খবর রয়টার্সের।

সোমবার (২৪ জুলাই) সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকেই অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।

বাংলাদেশ সময় গত শনিবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে গিয়ে অভিষেক রাঙালেন বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার শেষ মুহূর্তের দারুণ গোলে লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মায়ামি।

ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে নাটকীয় জয় পায় মায়ামি। এই জয়ে টানা ১১ ম্যাচে জয়খরা কাটে ক্লাবটির। এই জয়ের মূল নায়ক খোদ মেসি। ম্যাচের ৯৪তম মিনিটে চোখ ধাঁধানো ফ্রি-কিকে মায়ামিকে উদ্ধার করেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

অভিষেক ম্যাচে দলকে জেতানোর পর এবার ফুটবল জাদুকরকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। এবার মেসির কাঁধেই দলের দায়িত্ব দিতে যাচ্ছে মায়ামি। যদিও অভিষেক ম্যাচেই মেসির হাতে অধিনায়কের বাহুবন্ধনী উঠেছিল।

মেসিকে পেয়ে নতুন শুরুর স্বপ্ন দেখছে ইন্টার মায়ামি। লিওর হাত ধরে ১১ ম্যাচ ও ২ মাসের খরা কাটিয়ে জয়ের পথেও ফিরেছে মেজর সকার লিগের দলটি।