সেপ্টেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ইন্টারনেট ছাড়া সময় কীভাবে কাটিয়েছেন হিমি?

Jannatul Sumaiya Heme
জান্নাতুল সুমাইয়া হিমি | ছবি: সংগৃহীত

দেশে ছোটপর্দায় অভিনয় করে বর্তমান প্রজন্মের যারা দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। টেলিভিশনের পাশাপাশি নিয়মিত কাজ করছেন ওটিটি প্লাটফরমেও।

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কয়েক দিন শুটিং বন্ধ ছিল। কারফিউ শিথিলের পর আবার শুটিং শুরু হয়েছে তার। বুধবার মাইদুল রাকিবের নাটক দিয়ে শুটিংয়ে ফেরা হয়েছে।

এই সহিংসতার মধ্যে ইন্টারনেট সেবা ব্যাহত হয়। সবশেষ মঙ্গলবার রাত থেকে সীমিত পরিসরে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে।

ইন্টারনেট যখন ছিল না, তখন কীভাবে সময় কাটাতেন, সে বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হিমি।

এ অভিনেত্রী জানান, পরিবারের সঙ্গেই পুরোটা সময় কেটেছে। সেই সময় কোনো কাজ ছিল না। বই পড়েছি, পোষা বিড়াল ও পাখিদের দেখাশোনা করেছি। কাছের মানুষের সঙ্গে ফোনে কথা বলেছি। অনেক দিন পর রান্নাও করেছি। এত কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করলেও মাথার মধ্যে সব সময় দেশের সার্বিক অবস্থা নিয়ে চিন্তা ঘুরছিল। দেশজুড়ে আন্দোলন হয়েছে, এত মানুষ মারা গেছে। সবার জন্য দোয়া করছিলাম। কী হচ্ছে, আগামী দিনে কী হবে— এসব নিয়ে খুব উদ্বেগে ছিলাম।