জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

ইতিহাসে প্রথম নৌবাহিনীর প্রধান হিসেবে মনোনয়ন পাচ্ছেন যুক্তরাষ্ট্রের কোনো নারী

A US woman is being nominated as the first Navy chief in history
ইতিহাসে প্রথম নৌবাহিনীর প্রধান হিসেবে মনোনয়ন পাচ্ছেন যুক্তরাষ্ট্রের কোনো নারী। ছবি: সংগৃহীত

ইতিহাসে প্রথম কোনো নারীকে নৌবাহিনীর প্রধান হিসেবে মনোনয়ন দেয়ার ঘোষোণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওই নারীর নাম অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি। শুক্রবার (২১ জুলাই) প্রেসিডেন্টের তরফ থেকে আসে এ ঘোষণা। খবর এপির।

বাইডেন জানান, একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে জাতির জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছেন। বর্তমানে তিনি নৌবাহিনীর উপপ্রধান পদে কর্মরত আছেন। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জন করেছেন।

এই মনোনয়ন চূড়ান্ত হলে লিসা হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী নৌপ্রধান। তবে এ জন্য মার্কিন সিনেটে লিসার এ নিয়োগের অনুমোদন পেতে হবে।

যদিও পেন্টাগন প্রধানের সুপারিশপ্রাপ্তদের তালিকায় ছিলেন না লিসা। তবে নৌবাহিনীর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার। আর এ অভিজ্ঞতার জেরেই হয়তো লিসাকে বেছে নিয়ে ইতিহাস গড়তে চান প্রেসিডেন্ট বাইডেন।