নভেম্বর ৫, ২০২৪

মঙ্গলবার ৫ নভেম্বর, ২০২৪

ইংল্যান্ড পরাজয়ের পরও দল ঔক্যবদ্ধ আছে: কোচ ম্যাথু মট

coach Matthew Mott
কোচ ম্যাথু মট। ছবি: সংগৃহীত

গতকাল ভারতের বিপক্ষে ১০০ রানে পরাজিত হওয়ায় ছয় ম্যাচে পঞ্চম পরাজয় দেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই পরাজয়ের পরও দল সত্যিকার অর্থেই ঔক্যবদ্ধ  আছে বলে দাবী জানিয়েছেন ইংলিশ কোচ ম্যাথু মট।

তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়োইন মরগানের মতে বর্তমান দলে অভ্যন্তরীন দ্বন্দের  কারনে বিশ্বকাপে দলের পারফরমেন্সে তার প্রভাব পড়ছে।

স্কাই স্পোর্টসকে ২০১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মরগান বলেছেন, ‘এতটা বাজে পারফরমেন্স করা কোন দলের সাথে আমি কখনো ছিলাম না। একটা নূন্যতম মান তাদের বজায় রাখা উচিৎ ছিল। এই দলের মধ্যে এমন কিছু আছে যে কারনে পুরো দলের পারফরমেন্সে প্রভাব পড়ছে। এ ব্যপারে আমি নিশ্চিত, অনাকাঙ্খিত কোন ঘটনা অবশ্যই দলের মধ্যে ঘটেছে।’

অবশ্য মরগানের এমন দাবী উড়িয়ে দিয়ে মট বলেছেন , ‘আমি মনে করিনা এমন কোন বিষয় দলের মধ্যে আছে। আমি বিশ^াস করি এই মুহূর্তে ইংল্যান্ড শিবিরে প্রত্যেকেই এই ধরনের ফলাফল সত্ত্বেও অসাধারন এক বন্ধনে আবদ্ধ রয়েছে। এক্ষেত্রে পুরো দল দারুন শক্তিশালী রয়েছে বলেই আমার বিশ^াস। কেউ যদি আমাদের অনুশীলন সেশনগুলোর দিকে লক্ষ্য করে তবে দেখা যাবে সেখানে সবাই দারুন মজা করছে। একে অপরকে সহযোগিতা করছে। একে অপরের দিতে হাত বাড়িয়ে দিচ্ছে। ’

মট আরো বলেন, ‘মরগান তার মতামত দিয়েছে। সন্তান জন্মের কারনে তিনি দুই সপ্তাহ যাবত দলের থেকে দুরে রয়েছে। সে আমাদের ড্রেসিং রুমের ধারেকাছেও ছিলনা। কিন্তু আমি সব বিষয় নিয়ে সবসময়ই তার সাথে কথা বলেছি।’

এবারের বিশ্বকাপে ছয় ম্যচে জস বাটলারের দল গতকাল পঞ্চম পরাজয় বরণ করেছে। আর এতেই সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছে। অথচ বোলাররা ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে ৯ উইকেটে মাত্র ২২৯ রানে বেঁধে দিয়েছিল। জবাবে ভারতের দুই পেসার সামি ও বুমরাহ নেতৃত্বাধীন বোলিং তোপে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ইনিংস।