জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

আশির দশকের গল্পে নিপুণ-বর্ষণ

Imtiaz Barshon and Nipun Akter (Nasrin)
সিনেমার একটি দৃশ্যে বর্ষণ ও নিপুণ। ছবি: সংগৃহীত

ইমতিয়াজ বর্ষণ ও নিপুণ আক্তার, যারা ‘অপলাপ’ ওয়েব ফিল্মে দর্শকদের মন জয় করেছিলেন, আবারও জুটি বেঁধেছেন ‘আজান’ নামে একটি নতুন সিনেমায়। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় আশির দশকের রাজনৈতিক বাস্তবতা, যুদ্ধাপরাধীদের উত্থান ও একটি মেয়ের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।

নিপুণ এই সিনেমায় একজন প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যে মা হতে পারে না। বর্ষণ একজন কৃষকের চরিত্রে অভিনয় করেছেন।

বর্ষণ বলেন, “নিপুণের সাথে আগেও কাজ করেছি, কিন্তু এবারের চরিত্রগুলো সম্পূর্ণ আলাদা। নিপুণ একজন গ্রামের মেয়ে এবং আমি একজন কৃষক। এই চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার জন্য আমরা অনেক মজা করেছি।”

‘আজান’ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।

গত বছর গাজীপুরে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে ডাবিংসহ পোস্ট প্রডাকশনের কাজ চলছে।