ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

আলিয়া যে পেশায় দেখতে চান তার মেয়েকে

Alia wants to see her daughter in the profession
আলিয়া যে পেশায় দেখতে চান তার মেয়েকে। ছবি: সংগৃহীত

গত বছর নভেম্বরে কাপুর পরিবারে আলিয়র কোল আলো করে আসে কন্যাসন্তান। রণবীর-আলিয়া মেয়ের নাম রাখেন রাহা। মায়ের পরিবারের প্রায় সকলেই হয় অভিনেতা, নয় পরিচালক।

অন্যদিকে রাহার বাবার দিকের পরিবার বংশানুক্রমে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছে। এবার সেই ধারা ভেঙে ভিন্ন পেশায় মেয়ে রাহাকে দেখতে চান এই অভিনেত্রী।

তিনি কোনো রাখঢাক না করেই জানান তার মেয়েকে ভবিষ্যতে অভিনেত্রীই হতে হবে, এমনটা নয়। আলিয়ার ইচ্ছা মেয়ে বড় হয়ে বিজ্ঞানী হোক।এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, আমি আমার মেয়েকে দেখলেই বলি তুমি বড় হয়ে বিজ্ঞানী হবে।

উল্লেখ্য, মেয়ের জন্মের চার মাসের মাথায় পুরোদমে কাজে ফেরেন আলিয়া। সামনেই মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর দুটি সিনেমা। একটি ‘রকি আউর রানি কি প্রেমকাহানি’। অন্যটি হলিউডে তার প্রথম সিনেমা ‘হার্ট অব স্টোন’। এ দিকে পেশার কারণে মেয়েকে তেমনভাবে সময় দিতে পারছেন না বলে বিভিন্ন সময়ে আক্ষেপ করেন আলিয়া