ডিসেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ ডিসেম্বর, ২০২৪

আমি ও আমার মা অনেক অসুস্থ: অহনা

Me and my mother are very sick sats Ahona Rahman
আমি ও আমার মা অনেক অসুস্থ: অহনা। ছবি: সংগৃহীত

অহনা রহমান ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে করেছেন। অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বর্তমানে মাকে নিয়ে ভারতে অবস্থান করছেন এই অভিনেত্রী।

এই অভিনেত্রী ও তার মা অসুস্থবোধ করায় দুজনেই ভারতে গিয়েছেন চিকিৎসার জন্য। কিন্তু কিছু মানুষ তাদের ভারত সফরের পিছনে ভিন্ন কারণ দেখছেন।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

পোস্টে তিনি লিখেছেন, আমি এবং আমার মা আমরা দুইজনেই খুব অসুস্থ। তাই ভারতে চিকিৎসা করতে এসেছি। তিনদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালে সময় কাটছে। কিন্তু কিছু ছোটলোক আছে যারা ভাবেন, আমরা সম্ভবত পার্টি করতে আসছি।

অহনা আরও লেখেন, মানুষের মন কতো ছোট হতে পারে-‘ছি’। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আমিন।

তার এই পোস্টে সকলে মন্তব্য করেছেন।সকলেই অভিনেত্রী ও তার মায়ের সুস্থতা কামনা করেছেন।এবং বলেছেন যারা সমালোচনা করেছেন তাদের কথা কানে না নেওয়া জন্য পরামর্শ দিয়েছেন।