নভেম্বর ১০, ২০২৪

রবিবার ১০ নভেম্বর, ২০২৪

আমার বাবার অনেক টাকা, ছেলে বেকার হলেও সমস্যা নেই: প্রিয়ন্তী উর্বী

My father has a lot of money, even if his son is unemployed, there is no problem says Priyontee Urbee
আমার বাবার অনেক টাকা, ছেলে বেকার হলেও সমস্যা নেই: প্রিয়ন্তী উর্বী। ছবি: সংগৃহীত

২০১৯ সালে মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী সকলে কাছে বেশ জনপ্রিয়। তার বেশ কয়েকটি বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করে পরিচিতি লাভ করেন। এমনকি সিনেমাতেও জায়গায় করে নিয়েছে।

সম্প্রতি এক গণমাধ্যমে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়ন্তী উর্বী বলেন, আমার বাবার অনেক টাকা, তাই আমার সুগার ডেডির দরকার নেই। হয়তো এই মিডিয়াতেই অনেকেরই আছে, আবার কারও নেই। আমি কাজ করি, বাসায় যাই, বাবা-মায়ের সঙ্গে থাকি, ঘুমাই, ঘুম থেকে উঠি কাজ করি, ওয়ার্কআউট করি, এটাই আমার লাইফ।

তিনি আরও বলেন, আমার এই লাইফে কেউ এসে নতুন কিছু করবে সেটা আমি চাই না, কখনও তা ভাবিও না। বললাম না, আমার আব্বুর অনেক টাকা, আমার কী দরকার। আমার টাকা-পয়সা, বাড়ি-গাড়ি এইসব লাগবে না। আমি যদি দুই টাকা ইনকাম করি, তাতেই খুশি। তবে ভদ্র এবং ভালো মানুষ লাগবে। ছেলে বেকার হলেও সমস্যা নেই, আমি আছি না।