বুধবার ২০ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ৬ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিলের কারণ জানাল যুক্তরাষ্ট্র

রাইজিং ডেস্ক

ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি ৬ হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে, যা বিশ্বজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করেছে অথবা নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে দেশটিতে অবস্থান করছিল। 

সোমবার (১৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ  তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বাতিল হওয়া ৬ হাজার ভিসার মধ্যে প্রায় ৪ হাজারই আইন লঙ্ঘনের কারণে বাতিল হয়েছে। পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে, এই লঙ্ঘনের মধ্যে রয়েছে আক্রমণ, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি, এবং সন্ত্রাসবাদে সহায়তা। যদিও ‘সন্ত্রাসবাদে সহায়তা’র সংজ্ঞাটি স্পষ্ট নয়, তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদকারী শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত করা হয়েছে, যাদের বিরুদ্ধে ‘ইহুদি-বিরোধী’ আচরণের অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও, প্রায় ২০০ থেকে ৩০০ ভিসা সরাসরি ‘সন্ত্রাসবাদী কার্যকলাপে’ জড়িত থাকার কারণে বাতিল করা হয়েছে। এই পদক্ষেপ মার্কিন সরকারের কঠোর অভিবাসন নীতির একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এ বছরের শুরুতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকার স্থগিত করা হয়েছিল, যা জুনে পুনরায় চালু হয়। কিন্তু এই নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো যাচাই-বাছাইয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা এমন কোনো ইঙ্গিত খুঁজে বের করবে যা যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার বা মূলনীতির প্রতি শত্রুতার ইঙ্গিত বহন করে।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, জানুয়ারি থেকে ‘হাজার হাজার’ শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এবং এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে।

তথ্য সংগ্রহকারী সংস্থা ওপেন ডোরসের হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২১০টিরও বেশি দেশ থেকে আসা ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল।

আরও পড়ুন