আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন স্টুয়ার্ট ব্রড। বয়স ৩৭ পেরোলেও তুখোড় ফর্মে রয়েছেন তিনি। কিন্তু তারপরও ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
চলতি অ্যাশেজের তৃতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ৬০০তম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ব্রড। আর এমন দিনেই ক্রিকেটকে বিদায় বলে দিলেন বিশ্বের অন্যতম সেরা এ পেসার। ইংল্যান্ডের জার্সিতে ১৬৬ টেস্টের পাশাপাশি ১২১ ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন ব্রড।
তৃতীয় দিনের খেলা শেষে ব্রড স্কাই স্পোর্টসকে বলেন, ‘আগামীকাল আমার ক্রিকেট ক্যারিয়ারের শেষদিন হতে চলেছে। এই যাত্রাটা দুর্দান্ত ছিল। নটিংহ্যামশায়ার এবং ইংল্যান্ডের ব্যাজ পরে মাঠে নামতে পারায় অত্যন্ত গর্বিত বোধ করছি। আমি ক্রিকেটকে আগের মতোই ভালোবাসি। এই দুর্দান্ত সিরিজের অংশ হতে পেরেও ভালো লাগছে। আমি সবসময় শীর্ষে থেকে অবসর নিতে চেয়েছিলাম। এই সিরিজটা অত্যন্ত উপভোগ্য হয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ব্রডের নামের পাশে জ্বল জ্বল করছে ৮৪৩ উইকেট। ওভালে চলমান অ্যাশেজের শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে নিজের অবসরের সিদ্ধান্ত জানান এই ক্রিকেটার।
এদিকে তার সতীর্থ অ্যান্ডারসনের বয়স ৪১ হলেও খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।