জুলাই ৩, ২০২৫

বৃহস্পতিবার ৩ জুলাই, ২০২৫

আদানির বিদ্যুতের সব বকেয়া মিটিয়ে দিয়েছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভারতের আদানি পাওয়ার থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে বাংলাদেশের কাছে থাকা ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া এককালীন পরিশোধ করেছে বাংলাদেশ। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত জুন মাসেই এই বিপুল অঙ্কের অর্থ আদানি পাওয়ারকে দেওয়া হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ একক পরিশোধ।

নয়াদিল্লিভিত্তিক সূত্রের বরাত দিয়ে পিটিআই আরও জানিয়েছে, এই অর্থ পরিশোধের মাধ্যমে পূর্বের সকল দেনা, বিদ্যুৎ পরিবহন খরচ এবং বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তির যাবতীয় বিষয় নিষ্পত্তি হয়েছে। বর্তমানে আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের আর কোনো বকেয়া নেই। এমনকি, বাংলাদেশ সরকার দুই মাসের বিল অগ্রিম প্রদানের জন্য লেটার অব ক্রেডিট (এলসি) চালু রেখেছে এবং বকেয়ার বিপরীতে সার্বভৌম গ্যারান্টিও দিয়েছে।

বকেয়া পরিশোধের বিষয়টি নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) আদানি পাওয়ারকে অনুরোধ জানিয়েছে, তাদের ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে নিরবচ্ছিন্নভাবে নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত কয়েক মাস ধরে বাংলাদেশ প্রতি মাসে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে আদানি পাওয়ারকে পরিশোধ করে আসছিল।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ নভেম্বর বাংলাদেশ সরকার আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছরের একটি বিদ্যুৎ ক্রয়চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডায় ২০০ কোটি ডলার বিনিয়োগে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি পাওয়ার। এই কেন্দ্র থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন