বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পর এবার বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।
আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকায় পা রাখতে যাচ্ছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
বাংলাদেশে এবারই প্রথম আসছেন ২০০২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের স্ট্রাইকার রোনালদিনহো। বিকেলে ঢাকা পৌঁছে হোটেলে কিছুটা বিশ্রাম নেয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ‘দ্য উইজার্ড’। এরপর সাড়ে ৭টায় গণমাধ্যমের মুখোমুখি হবেন রোনালদিনহো।
ক্রিয়েশন ওয়ার্ল্ডের ব্যবস্থাপনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে আসছেন রোনালদিনহো। ক্রিয়েশন ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আপন খান জানিয়েছেন, ‘রাতে হোটেল রেডিসনে একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন রোনালদিনহো।’ সেখানে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোনালদিনহোর ভক্তের সংখ্যা অসংখ্য। কিন্তু দক্ষিণ এশিয়ার আয়তনে ক্ষুদ্র এই দেশটিতে কখনও আসেননি রোনালদিনহো। তবে সে অপেক্ষা ফুরোচ্ছে আজ।