নভেম্বর ৮, ২০২৪

শুক্রবার ৮ নভেম্বর, ২০২৪

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আরও একটি যুদ্ধ: শিল্পমন্ত্রী

Industries Minister Nurul Majid Mahmud Humayun
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি: সংগৃহীত

শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আরও একটি যুদ্ধ। ৭১’ এ যেমন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, তেমনি আরেকটি যুদ্ধ আগামী নির্বাচন। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং মুক্তিযুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের চরমাঘাতের জন্যই আগামী নির্বাচন।

শনিবার সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগরে বিসিক শিল্প নগরী-২ (সম্প্রসারিত)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ৩০ একর জমিতে ৮৮ কোটি টাকা ব্যয়ে নরসিংদী বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ করে।
এসময় শিল্পমন্ত্রী আরও বলেন, আজকে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে সেটা সকলকে খেয়াল রাখতে হবে।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আজকে সারাবিশ্বে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছেন, সেখান থেকে পিছিয়ে যাওয়ার কোন পথ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ দলের সরকার, সরকারের দল নয়, তাই তৃণমূলের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এদেশকে বাঁচাতে হবে, যারা বিভিন্ন অজুহাত তুলে নির্বাচনকে বানচাল করতে চায় তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী -৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নরসিংদী ৩ (শিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহমীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য আলী হোসেন শিশির, নরসিংদী চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: শামীম নেওয়াজ, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ প্রমুখ।