ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

‘আওয়ামী লীগ নেতাদের সঙ্গে চা খেতে নিষেধ করলেন বিএনপি নেতারা’

Rising Cumilla - TEA
প্রতীকি ছবি/সংগৃহীত

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা বিএনপির নেতারা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিজ দলের (বিএনপি) নেতাদের চা খেতেও নিষেধ করেছেন।

শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী বাজারে রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভায় এ নির্দেশনা দেন নেতারা।

উপজেলা বিএনপির নেতারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ নেতারা এই জাতির রক্ত চুষে খেয়েছেন। লুটপাট করে খেয়েছেন। টাকা পাচার করেছেন। মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছেন। তাদের সঙ্গে আমাদের কোনো আপস ও আত্মীয়তা নেই। এমনকি আওয়ামী লীগের ওইসব নেতাদের সঙ্গে বসে চাও খাবেন না। তবে সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে।

তারা আরও বলেন, শেখ হাসিনা ও তার এমপি-মন্ত্রীরা পালিয়ে গেছেন। কিন্তু এখনো কিছু আওয়ামী লীগ নেতা ষড়যন্ত্র করছেন। তবে তাদের সকল ষড়যন্ত্র এখন থেকে রুখে দেওয়া হবে। বিএনপি নেতাকর্মীদের টানা ১৭ বছর জ্বালিয়েছে। এখন আর জ্বালানোর সুযোগ দেওয়া হবে না।