রবিবার ২৭ জুলাই, ২০২৫

আইনের ব্যবহারিক প্রয়োগে বাইউস্টে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মশালা

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর আইন বিভাগ এবং বাইউস্ট ল’ ক্লাব-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী কর্মশালা—“বিধান গঠনের পদ্ধতি: আইনি বিধান ও দলিলের ব্যাখ্যার বাস্তব বিশ্লেষণ”।

গত মঙ্গলবার (২২ জুলাই) একাডেমিক ভবনের ৩০৯ নম্বর কক্ষে দুপুরে এই কর্মশালায় অংশ নেন লেভেল ৪, টার্ম ২-এর শিক্ষার্থীরা, যা তাদের আইন কোর্স ৪০২ – পেশাগত নৈতিকতা, বিধানসমূহের ব্যাখ্যা ও অন্যান্য আইনি উপকরণ-এর একটি অবিচ্ছেদ্য অংশ ছিল।

কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্বনামধন্য অ্যাডভোকেট এবং জুবায়ের আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস চেম্বারের প্রধান জুবায়ের আহমেদ। তিনি আইনের বিভিন্ন ধারা ও ব্যাখ্যার বাস্তব প্রয়োগ কীভাবে মামলার রায় এবং আইনের মূল উদ্দেশ্যকে প্রভাবিত করে, তা অত্যন্ত সহজবোধ্যভাবে তুলে ধরেন। ফৌজদারি ও দেওয়ানি—উভয় প্রকার মামলার বাস্তব উদাহরণ দিয়ে তিনি শিক্ষার্থীদের আইনের ভাষা, উদ্দেশ্য এবং প্রয়োগ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেন।

সেশনটি শুরু হয় আইন বিভাগের প্রভাষক রাশপিয়াতুর রাশপি ম্যাডামের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের পর তিনি মূল বক্তা জুবায়ের আহমেদের হাতে সেশনের দায়িত্ব তুলে দেন। পুরো সেশন জুড়েই শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণমূলক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং ব্যবহারিক বিশ্লেষণে অংশ নেন, যা তাদের বিষয়বস্তুকে আরও গভীরভাবে অনুধাবনে সহায়তা করে।

কর্মশালার শেষ পর্যায়ে জুবায়ের আহমেদ শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, ভবিষ্যতে যেকোনো আইনি সহায়তা বা দিকনির্দেশনার জন্য তারা সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই আশ্বাস শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের পেশাগত আত্মবিশ্বাস তৈরি করে, যা তাদের ভবিষ্যৎ আইন পেশায় আত্মপ্রকাশে সহায়ক হবে।

এই আয়োজন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক আইনি শিক্ষার পাশাপাশি বাস্তব জগতের জ্ঞান অর্জনের এক গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। এমন বাস্তবভিত্তিক ও অংশগ্রহণমূলক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা কেবল শ্রেণিকক্ষেই নয়, বরং ভবিষ্যতের আইনচর্চায়ও আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে আয়োজকরা আশাবাদী।

আরও পড়ুন